শিরোনাম
◈ দিল্লিতে কৃত্রিম বৃষ্টি উদ্যোগ ব্যর্থ: দূষণ কমানোর ক্লাউড সিডিং সফল হয়নি ◈ বাংলাদেশ-ভিয়েতনামের কাছে বাজার হারাচ্ছে ভারত, বস্ত্র খাত ঘুরে দাঁড়াতে প্রস্তুত হচ্ছে নতুন ব্যয় পরিকল্পনা ◈ ১৫ মাস ধরে বন্ধ মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস: ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ রেলওয়ে ◈ ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা(ভিডিও) ◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ৪ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ নামক স্থানে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী বাসচাপায় নিহত হয়েছেন। এমন খবরে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ওই মহাসড়কে চলাচলকারী চারটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। 

নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম মুন্নাফ মালিথা (৪৫)। তিনি ওই এলাকার অনন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। শনিবার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানা ছুটি হলে ওই নিরাপত্তাকর্মী কারখানার শ্রমিকদের রাস্তা পার করছিলেন। এ সময় দ্রুতগতির আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

এদিকে বাসচাপায় কারখানার শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে শ্রমিকরা আজমেরী পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়। এর মধ্যে চারটি বাসই আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। 

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পারাপারের সময় এক নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। রাত ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়