শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ৪ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ নামক স্থানে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী বাসচাপায় নিহত হয়েছেন। এমন খবরে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ওই মহাসড়কে চলাচলকারী চারটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। 

নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম মুন্নাফ মালিথা (৪৫)। তিনি ওই এলাকার অনন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। শনিবার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানা ছুটি হলে ওই নিরাপত্তাকর্মী কারখানার শ্রমিকদের রাস্তা পার করছিলেন। এ সময় দ্রুতগতির আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

এদিকে বাসচাপায় কারখানার শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে শ্রমিকরা আজমেরী পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়। এর মধ্যে চারটি বাসই আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। 

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পারাপারের সময় এক নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। রাত ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়