শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ৪ বাসে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ নামক স্থানে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী বাসচাপায় নিহত হয়েছেন। এমন খবরে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ওই মহাসড়কে চলাচলকারী চারটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। 

নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম মুন্নাফ মালিথা (৪৫)। তিনি ওই এলাকার অনন্ত ক্যাজুয়াল কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। শনিবার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানা ছুটি হলে ওই নিরাপত্তাকর্মী কারখানার শ্রমিকদের রাস্তা পার করছিলেন। এ সময় দ্রুতগতির আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

এদিকে বাসচাপায় কারখানার শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে শ্রমিকরা আজমেরী পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়। এর মধ্যে চারটি বাসই আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। 

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পারাপারের সময় এক নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। রাত ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়