শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৮শতক জমি ৪১ শতক করে খাজনা নেওয়ার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া-তিলেকপুর ইউনিয়ন ভূমি অফিসে জমি পরিমান বৃদ্ধি করে খাজনা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে । জানা গেছে, পিরোজপুর মৌজার ৯৯২ নং হোল্ডিং ও ৬৮৩ নং খতিয়ান এ গত ০৭ ডিসেমম্বর ২০২৩ ইং তারিখে ৯ নং দাগে ১৫ শতাংশ,  ১০ নং দাগে ১০ শতাংশ এবং ১১ নং দাগে ১৩ শতাংশ, মোট ৩৮ শতাংশ জমি নামজারী করে খাজনা দেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা।

তবে রহস্যজনক ভাবে ওই জমি আবারও গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কোন মিসকেস ছাড়ায় জমির পরিমাণ বাড়িয়ে ৪১ শতাংশ করা হয়। ৩ শতাংশ জমি বাড়িয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পুনরাই খাজনা নেওয়ার উঠেছে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে।

এ বিষয়ে খাজনা রশিদ নিয়ে জানার জন্য সরাসরি  অফিসে গেলে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুন বলেন, আমি এই খাজনা নেইনি,আমি কিছু বলতে পারবো না। কিভাবে ৩ শতক জমি বাড়ানো হলো জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। এছাড়াও তিনি বলেন,এবিষয়ে কোন তথ্য দিতে পারবো না। যদি কোন তথ্য দিতে হয় আমার উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো। কোন জবাব দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো।

এবিষয়ে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা: আশরাফুন নাহার বলেন, অফিসে এসে দেখা করেন। জমির পরিমান কি ভাবে বাড়লো জানতে চাইলে তিনি আসানুরুপ কোন কিছু বলতে পারেনি। তিনি আরো বলেন নিউজ করার  দরকার নেই আমি প্রতিনিধি পাঠাচ্ছি।

নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব বলেন,  দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানটির সম্ভবত ব্যাংক লোনের জন্য জমির পরিমান বাড়িয়ে খাজনা দিয়েছে। তবে কোন আনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়