শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৩১ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান থমথমে, বেড়াতে গিয়ে ২ শতাধিক পর্যটক আটকা

সারা দেশের মতো বান্দরবানেও তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। এ কারণে জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তিনদিন ধরে সড়কে সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই জরুরি অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলায় বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক। সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) সকাল পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে তাদের হোটেলে অবস্থান করতে দেখা গেছে। দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় খাওয়া-দাওয়া নিয়েও চরম বিপাকে পড়েছেন ভ্রমণপিপাসুরা।

জানা যায়, জেলা শহরে সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামের দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় জরুরি জিনিসপত্র কিনতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এ সময়ের মধ্যে সবাই বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনেছেন।

পর্যটকরা জানান, গত ১৬ জুলাই বান্দরবানে বেড়াতে আসা ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তারা পরিবার নিয়ে হোটেলে অবস্থান করছেন। যতটা অর্থ নিয়ে এসেছিলেন, অনেক পর্যটকের তা শেষ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় তারা বাড়ি থেকে টাকাও আনতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এমন অবস্থায় নিজ নিজ বাড়িতে ফিরতে চাইছেন পর্যটকরা। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।
 
এদিকে, ইন্টারনেট সংযোগ না থাকায় জেলায় অনেকের বাড়িঘরের বৈদ্যুতিক মিটার বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কারণ তারা বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারছেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়