শিরোনাম
◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ১০:০১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৪, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে শালিক পাখি 

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: এক সময়ে গ্রাম-গঞ্জের মাঠে-ঘাটে, বনে জঙ্গলে, গাছে গাছে শালিকসহ নানা ধরনের পাখি দেখা গেলেও কালের আবর্তে এখন আর চিরচেনা সেই শালিক পাখি দেখা যায় না। পাখি দেখার কলরবে মুখর গ্রামের মেঠো পথ এখন পাখিশূন্য হতে চলছে। বনে জঙ্গলে গাছে পাখি দেখার সেই অপরূপ দৃশ্যপট পাল্টে যাচ্ছে। দূরভীন ব্যবহার করেও দুষ্কর হয়ে পড়েছে পাখির দেখা। শালিক প্রজাতি পাখির মধ্যে রয়েছে ভাত শালিক, ঝুটি শালিক, গাঙ শালিক, বামন বা শঙ্খ শালিক, চিত্রা শালিক, গোলাপী শালিক, কাঠ শালিক এবং ময়না।

ছোট আকৃতির ধূসর রঙের এই পাখিগুলো অত্যান্ত নিরীহ ও শান্ত স্বভাবের। ক্ষেতের ক্ষতি কারক পোকা-মাকড় খেয়ে কৃষিপণ্য উৎপাদনে সহায়তা করে বলে আমরা এদের উপকারী পাখি বলি। আগে ক্ষেত-ক্ষামারে অসংখ্য শালিক পাখি দেখা যেতো। সকাল-সন্ধায় কিচির-মিচির শব্দে মুখরিত করে তুলতো সেকালের পল্লী গাঁয়ের বাঁশ বাগান। মনে হতো এ যেন শালিক পাখির হাট। শালিক পাখির কিচির-মিচির শব্দে ভেঙ্গে যেত সাধারন মানুষের ভোরের ঘুম। কিন্তু বড়ই দুঃখের বিষয়! ফসলের জমিতে কীটনাশক ব্যবহারে অতি চেনা এই পাখি হারিয়ে যাচ্ছে। মূলত শালিক পাখি আমাদের কোন ক্ষতি করে না। বরং এরা কৃষি জমির ক্ষতি কারক পোকা-মাকড় খেয়ে আমাদের ক্ষেতের ফসল রক্ষা করে। অথচ পরোপকারী এই পাখি গুলোই অবাধে নিধন করা হচ্ছে। 

এলাকাবাসী জানায়, ফসলে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ও খাদ্যের অভাবে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির বিভিন্ন পাখি। এই পাখিগুলো টিকিয়ে রাখতে হলে সরকারের সুদৃষ্টি দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

কৃষক শহিদুল ইসলাম, মতিউর রহমান, সিদ্দিকসহ অনেকে বলেন, 'ধান,গমসহ সব ধরনের ফসলে বিষ বা কীটনাশক না দিলে ফসল করাই সম্ভব নয়। কারণ বিষ প্রয়োগ না করলে বিভিন্ন রোগ বালাই, পোকা মাকড়ে ফসল শেষ করে দেবে।'তাই বেশি ফলনের জন্য কীটনাশক ব্যবহার করা হয়। 

ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্ত্তী বলেন, শালিকসহ সুন্দর সুন্দর পাখি হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে অবাধে বৃক্ষনিধন এবং বনাঞ্চাল ধ্বংস। এক সময় গ্রামাঞ্চলের মানুষ আখ, ধান, গম ও সরষে ক্ষেতে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি দেখতে পেত। এখন তা আর চোখে পড়ে না। শালিক পাখির খাদ্য তালিকায় রয়েছে শস্যদানা, পোকামাকড় ও নানা ফল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়