শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় ৪২ লাখ টাকার বিদেশি চোরাই পণ্য জব্দ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ [২] কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর শশীদল বিওপির আওতাধীন বিওপি হতে আনুমানিক ৫০০ গজ উত্তরে শশীদর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ভারতীয় ৪২ লাখ ১১ হাজার ২০০ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জ্যোতি। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির নায়েব সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা। 

[৩] উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স দল। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও বাজি আটক করা হয়। যার বাজার মূল্য ৪২ লাখ ১২ হাজার ২০০ টাকা। আটককৃত পণ্যগুলো হলো, স্ক্রিন সাইন ক্রিম ১৩ কাটুন, নেহা মেহেদী ১৫ কাটুন, ফেন্সি বাজি ০২ কাটুন, ডাবর আমলা তেল ২৩ কার্টুন। সাথে বাজি এক বস্তা ও মেহেদী দুই বস্তা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়। 

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়