সালেহ্ বিপ্লব: [২] এমআরটি লাইন-৬ (উত্তরা-আগারগাঁও) এর প্রথম অংশ চালু হওয়ার প্রায় এক বছর পর রোববার সকালে ঢাকা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য প্রচুর যাত্রী এদিন ট্রেনে উঠেছেন। ইউএনবি
[৩] ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ জানান, উভয় স্টেশন থেকে প্রথম ট্রেন (উত্তরা উত্তর ও মতিঝিল) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায়। রোববার প্রথম কর্মদিবস হওয়ায় ট্রেনটির ৬টি বগিই অফিসগামী যাত্রীদের উপস্থিতিতে পূর্ণ ছিলো।
[৪] ২৫ বছর ধরে কাজের উদ্দেশ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন যাতায়াত করেন মকবুল। তিনি বলেন, এ এক বিস্ময়কর অভিজ্ঞতা। কখনো ভাবিনি উত্তরা থেকে মতিঝিলে মাত্র ৩০ মিনিটে যেতে পারবো। আগে সময়মতো পৌঁছাতে আমাকে অফিস শুরু হওয়ার কমপক্ষে দুই ঘণ্টা আগে বাড়ি থেকে বের হতে হতো।
[৫] উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পরিচালনার সময় যত দ্রুত সম্ভব বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মিরপুর এলাকার আরেক যাত্রী।
[৬] সম্প্রতি মতিঝিলের একটি ব্যাংকে চাকরি শুরু করা মিরপুরের বাসিন্দা সাজিদ বলেন, বিশ্বাস করতে পারছি না যে আমি এখন আমার অফিস শুরুর সময়ের মাত্র ৩০-৪০ মিনিট আগে রওনা হয়েও সময়মতো পৌঁছাতে পারব।
[৭] তবে প্রথম দিন উত্তরা-মতিঝিল রুটের শিডিউল নিয়ে বিভ্রান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। মতিঝিলের শেষ ট্রেনটি সকাল সাড়ে ১১টায় ছেড়ে যাবে বলে ধরে নিয়ে সকাল ১১টার পর মেট্রোরেলে ওঠা অসংখ্য যাত্রী জানতে পারেন, মতিঝিলগামী শেষ ট্রেনটি এরই মধ্যে সকাল ১১টায় স্টেশন ছেড়ে গেছে।
[৮] নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শিডিউল নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের শেষ ট্রেনটি সকাল ১১টায় এবং মতিঝিল থেকে উত্তরা সকাল সাড়ে ১১টায় ছেড়ে যাবে।
[৯] ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও রুটটি গত বছরের ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তিনি এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল সেকশনের পুরো অংশের উদ্বোধন করেন। সম্পাদনা: তারিক আল বান্না
এসবি/টিএবি/এনএইচ