শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ঢাকা রুটে পাঁচদিনের ফ্লাইট বাতিল থাই এয়ারওয়েজের

দীর্ঘদিন ধরেই ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন দুটি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছে থাই এয়ারওয়েজ। অপারেশনাল কারণে পাঁচ দিনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দুটি গুরুত্বপূর্ণ ফ্লাইট বাতিল করেছে থাইল্যান্ডের জাতীয় বিমান সংস্থা থাই এয়ারওয়েজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকক থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী ফ্লাইট টিজি-৩২১ এবং ঢাকা থেকে ব্যাংকক অভিমুখে চলাচলকারী ফ্লাইট টিজি-৩২২ সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

বাতিলের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল থেকে ২ মে ২০২৫ পর্যন্ত। অর্থাৎ পাঁচদিন ফ্লাইট দুটি চলবে না।

তবে এই রুটে তাদের অপর দুটি ফ্লাইট টিজি-৩৩৯ (ব্যাংকক থেকে ঢাকা) এবং টিজি-৩৪০ (ঢাকা থেকে ব্যাংকক) নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে।

থাই এয়ারওয়েজ এক বিজ্ঞপ্তিতে বলেছে, “অপারেশনাল প্রয়োজনের কারণে নির্দিষ্ট ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। আমরা যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

বাতিল হওয়া ফ্লাইটে যাত্রার পরিকল্পনা থাকলে যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্ট অথবা থাই এয়ারওয়েজের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়