শিরোনাম
◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুঁকি নিয়ে পারাপার

পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি: [২] রাজাপুর উপজেলার বেদুরিয়া নদীর উপর নির্মিত স্টিলের ব্রিজটির বেহাল দশায় পরিণত হয়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে রয়েছে ছিদ্র ও গর্ত। দীর্ঘদিন ব্রিজের স্নিপার গুলো জং ধরে ঝাঝরা হয়ে চলাচলে অনুপযোগী পয়ে পড়েছে। বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারী চলাচল করছে।

[৩] স্থানীরা জানান, রাজাপুর-কাঠালিয়া সড়কের পুটিয়াখালী-গাজীরহাট এলাকার বেদুরিয়া নদীর উপরে প্রায় ৪০ বছর পূর্বে ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর থেকেই এলাকার লোকজন এবং অন্যান্য এলাকার লোকজন ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন। র্দীঘ বছর বিভিন্ন যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হতে থাকে। এক পর্যায়ে ক্ষত হয়ে গর্তের সৃষ্টি হয়। 

[৪] ওই সড়কের গাড়ী চালক ও স্থানীয় লোকজন আশঙ্কা করছেন, গাড়ীর চাকা অথবা পদব্রিজে চলাচলকারী পথচারীদের পা আটকে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলে প্রানহানীসহ যানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কাও করছেন তারা। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্রিজটি সংস্কার অথবা পুননির্মাণের দাবি জানিয়েছেন এলাকবাসী।

[৫] গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, অনেকটা ঝুঁকি নিয়েই খুব ধীরে ধীরে ব্রিজের ওপর দিয়ে সিএনজি চালিত অটোরিকসার পাশাপাশি মালবাহী পিকআপ ভ্যান ও ট্রাক চলাচল করছে। একই ভাবে পার হচ্ছেন পথচারীরা।

[৬] রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ের গাজীর হাট গ্রামের অটোরিকসা চালক মাইনুল (৪৬) জানান, অনেক বছর ধরেই যাত্রী নিয়ে ব্রিজ পারপার হতে অনেক কষ্ট হয় এবং ভয় লাগে। এতে অটোরিকসা চাকা মরিচা ধরা পাটাতনের ফাঁক গলে আটকে যায়, এই কারণে অটোরিকসা চালকদের আয় অর্ধেক নেমে এসেছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়