শিরোনাম
◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৩, ০২:১৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৩, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মো. সুজন খন্দকার, রাজবাড়ী: [২] জেলার ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জেরে ভোর থেকে রাজবাড়ী থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ অক্টোবর) বিষয়টি জানান জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

[৩] এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অনেক যাত্রী রাজবাড়ীর মুরগির ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। আবার অনেক যাত্রী লোকাল বাস ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে নদী পার হয়ে ওপার থেকে লোকাল বাসে ঢাকা যাচ্ছেন।

[৪] জানা যায়, গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের ইচ্ছামতো রাজবাড়ী জেলার ওপর দিয়ে ট্রিপ পরিচালনা করছিল। গত ১৪ জুন ঢাকা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ছেড়ে এসে রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় পৌঁছালে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা বাসটি ফিরিয়ে দেন। এরপর ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন রাজবাড়ীর রাবেয়া পরিবহনের কাউন্টার তালা দিয়ে রাজবাড়ী থেকে সকল পরিবহনের বাস ঢাকায় না যাওয়ার জন্য হুমকি দেয়। ওই দ্বন্দ্বে ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চারদিন রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকে।

[৫] পরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ীতে প্রতিদিন দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদিন একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা শহরের বড়পুল এলাকায় গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে বাস ঢাকায় ফেরত পাঠায়। এতে আবারও দ্বন্দ্ব শুরু হয়। এ দ্বন্দ্বের জেরে রোববার (০১ অক্টোবর) রাতে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে রাজবাড়ীর সকল বাস কাউন্টার তালা দিয়ে রাজবাড়ী থেকে সকল পরিবহনের বাস ঢাকায় না যাওয়ার জন্য হুমকি দেয়। যে কারণে সোমবার ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

[৬] জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, গোল্ডেন লাইন রাজবাড়ীতে জোরপূর্বক বাস চালানোর কারণে আমাদের বাস মালিকসহ শ্রমিকদের আর্থিক ক্ষতি হয়। রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের প্রতিদিন দুইটি ট্রিপ চালানোর কথা। কিন্তু দুইটির স্থানে তারা ছয়টি ট্রিপও চালিয়েছে। এতে আমরা বাধা দেয়ায় তারা আমাদের গাবতলীর সকল বাসের কাউন্টার বন্ধ করে দিয়েছে। গোল্ডেন লাইন গায়ের জোরে এসব করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়