শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরু ও জরাজীর্ণ গোমতী নদীর বেইলি ব্রিজে নিত্য যানজট

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] প্রায় ৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা- কিন্তু এখনও সেখানে নতুন সেতুর প্রকল্প যেন অধরাই। কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুরে গোমতী নদীতে পুরনো বেইলি ব্রিজে বন্ধ আছে ভারী যান চলাচল। শুধু ছোট ছোট গাড়ি চলে সরু এই সেতু দিয়ে। কিন্তু ব্রিজটি এতো সরু যে- পারাপারের সময় দুইপাড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। তবে বরাবরের মতো সড়ক ও জনপথ বিভাগ বলছে, স্টিলের ব্রিজটি ভেঙে দ্রুতই নির্মাণ করা হবে নতুন সেতু ও জাতীয় হাইওয়ের মতো সড়ক।

[৩] জানা যায়, গোমতী নদীতে আশির দশকে নির্মিত হয় এ বেইলি ব্রিজ। এখান দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবাসহ কুমিল্লার কয়েকটি উপজেলার মানুষ খুব সহজেই যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারতো জেলা সদরের সাথে।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, সময়ের ভারে মরিচা পড়ে ভেঙে যাচ্ছে সেতুর রেলিংসহ বিভিন্ন অংশ। ক্ষয়ে গেছে পাটাতনও। যে কারণে প্রায় ৬ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। চলাচল বন্ধ রয়েছে পণ্যবাহী ও ভারী যানবাহন। তবে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট ছোট গাড়ি পারাপার হয় সরু ও জরাজীর্ণ এই সেতু দিয়ে। ভয়ে ভয়েই প্রতিদিন লক্ষাধিক মানুষ ব্যবহার করেন এই সেতু ও সড়ক। আর ভারী যানবাহন আটকাতে সেতুরমুখে দেয়া হয়েছে ব্যারিকেড।

[৫] যাত্রী ও চালকরা বলছেন, সেতুটি এতই সরু যে- দুটি অটোরিকশা একসাথে সাচ্ছন্দ্যে পারাপার হতে আটকে যাওয়ার উপক্রম হয়। এ কারণে দুইপাড়ে তীব্র যানজট স্থায়ী ভোগান্তির রূপ নিয়েছে। চালক ও যাত্রীদের দাবি- অতিসত্বর নতুন সেতু করা না হলে- ঘটতে পারে বড় দুর্ঘটনা।

[৬] বিবির বাজার স্থলবন্দরের সি এন্ড এফ ব্যবসায়ীরা বলছেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে এই সড়ক। কুমিল্লা স্থলবন্দর দিয়ে বছরে লাখ লাখ টন পাথর রপ্তানি হয় ভারতে। যার সিংহভাগই আসে সিলেট থেকে। বন্দর থেকে ৪ কিলোমিটার দূরত্বের এ সেতুটি দ্রুত নির্মাণ হলে দূরত্ব কমবে অনেকাংশ।

[৭] কুমিল্লার আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেন, সড়ক উন্নয়নের সাথে বড় মাপের একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দীর্ঘদিনের। এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে কুমিল্লা থেকে কসবা সড়ক ও চাঁনপুর বেইলি ব্রিজের কাজ স্থানান্তর করা হয়েছে। খুব শীঘ্রই ব্রিজ নির্মাণে হাত দিবে সড়ক ও জনপথ এমনটাই প্রত্যাশা।

[৮] কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, চলছে কারিগরি সমীক্ষা, ডিজাইনের কাজ শেষ হলেই ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টে ব্রিজ নির্মাণে হাত দিবো। একইসাথে কুমিল্লা-সালদা ২৬ কিলোমিটার সড়কটিকেও নির্মাণ করা হবে জাতীয় মহাসড়কের আদলে। এজন্য ২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়