মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশী ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রে পদ্মাসেতু বন্ধ করা হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতু দিয়েও রেল চলাচল করবে। ইতোমধ্যে ট্রায়াল দেয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ ঢাকার সঙ্গে রেলপথে ভাঙ্গাকে যুক্ত করা হবে। যশোর পর্যন্ত রেলপথ উন্নয়নের বাকী কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।
বৃস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা, ঢাকা- চাঁপাইনবাবগঞ্জ রুটে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন রাজনীতি করেছেন দুঃখী মেহনতী মানুষের মুঝে হাসি ফোটানোর জন্য। বঙ্গবন্ধু’র নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা বিরোধীতা করেছে জামায়াত। সেদিনের জামায়াত আর আজকের নব্য বিএনপি’র পুর্বপুরুষরা ছিল রাজকার আলবদর।
রেলমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর অঞ্চলসহ অন্যান্য অঞ্চলে রেলের উন্নয়নে সামান্য কাজও হয়নি। বিগত সরকারগুলো রেলের কোন উন্নয়ন করেনি। রেলের প্রতি তাদের কোন দৃষ্টি ছিল না। রেলপথ তুলে দিয়ে তারা পাকা রাস্তা বানিয়েছে। তারা শুধু লুটপাট করেছে।
আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির আশা আকাঙ্খা পূরণের লক্ষে ২০১১ সালে রেলের আলাদা মন্ত্রণালয় করে রেলওয়ের ব্যাপক উন্নয়ন করেছেন। যমুনা সেতুতে রেলের কোন ব্যবস্থা ছিল না। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা সেতুতে রেলযোগাযোগের ব্যবস্থা করেন। এটি যথেষ্ট নয়, বিধায় যমুনা নদীতের আরো একটি রেলসেতু নির্মাণ হচ্ছে। আগামী বছর বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতুর উদ্বোধন হবে।
অনুষ্ঠানে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের বগি বাড়ানোর আশ্বাস দেন। পরে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী।
এসময় জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম উদ্বোধনের পর চতুর্থবারের মত ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হলো। সম্পাদনা: তারিক আল বান্না
প্রতিনিধি/টিএবি/একে
আপনার মতামত লিখুন :