শিরোনাম
◈ ট‌রে‌ন্টো‌তে হোঁচট খে‌লো মেসির ইন্টার মায়া‌মি ◈ ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে বাংলাদেশি আত্মীয়-স্বজনের জন্য ‘ভিসা জালিয়াতির’ অভিযোগ ◈ বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল আইএমএফ ◈ বেনজীরের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে ◈ প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না ◈ ডাকসু নির্বাচনে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, যা বললেন উপাচার্য ◈ জনসভায় মৃত্যুর রোল, অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয় ◈ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, করা হলো সতর্ক ◈ ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছিলো, আমি জিয়াউর রহমানের কথা শুনাছিলাম: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতে আসছে পরিবর্তন, দূরত্ব কমবে ৩৫ কিমি

চট্টগ্রামের আনোয়ারা থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কের দূরত্ব কমবে প্রায় ৩৫ কিমি। এতে বাড়বে কর্ণফুলী টানেলের ব্যবহার এবং চাপ কমবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের।

জানা যায়, আনোয়ারা-চকরিয়া সড়কটি প্রশস্তকরণে দেড় বছর আগে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ডিপিপিতে প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৮৯ কোটি টাকা। প্রকল্পের অধীন সড়কটি ১৮ থেকে ৩৪ ফুটে উন্নীত করা হবে। গত এপ্রিলে মন্ত্রণালয়ে প্রকল্প যাচাই কমিটির পর্যালোচনা সভা হয়। সভায় সবাই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হবে। একই সঙ্গে টানেলকে কেন্দ্র করে নতুন এক অর্থনৈতিক অঞ্চল তৈরির সম্ভাবনাও তৈরি হবে। সওজ চট্টগ্রাম দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু কুমার চাকমা বলেন, ‘আশা করছি জনস্বার্থ বিবেচনায় যথাসময়ে প্রকল্পটি অনুমোদন পেয়ে যাবে। এটি হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমবে।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়