শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোস্তাফিজুর রহমান: [২] তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় শাহাদাৎ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

[৬] ঢামেক হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও ফায়ার স্টেশনের লেডার আজিজুর রহমান বলেন, রাতে তেজগাঁও রেল স্টেশন এলাকায় যে কোন ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরে খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।

[৭] নিহতের শ্যালক রেজাউল হাওলাদার বলেন, দুলাভাই তেজগাঁও এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন । তার পরিবার থাকতেন গ্রামে।

[৮] রাতে ফায়ার সার্ভিসের কর্মীর মাধ্যমে খবর পাই সে দুর্ঘটনার স্বীকার হয়েছে। পরে হাসপাতালে এসে তাকে আহত অবস্থায় দেখতে পাই  কিছু সময় পর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাদত বরগুনা জেলার সদর উপজেলার নুর মোহাম্মদ এর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়