শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোস্তাফিজুর রহমান: [২] তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় শাহাদাৎ হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

[৬] ঢামেক হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও ফায়ার স্টেশনের লেডার আজিজুর রহমান বলেন, রাতে তেজগাঁও রেল স্টেশন এলাকায় যে কোন ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরে খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।

[৭] নিহতের শ্যালক রেজাউল হাওলাদার বলেন, দুলাভাই তেজগাঁও এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন । তার পরিবার থাকতেন গ্রামে।

[৮] রাতে ফায়ার সার্ভিসের কর্মীর মাধ্যমে খবর পাই সে দুর্ঘটনার স্বীকার হয়েছে। পরে হাসপাতালে এসে তাকে আহত অবস্থায় দেখতে পাই  কিছু সময় পর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাদত বরগুনা জেলার সদর উপজেলার নুর মোহাম্মদ এর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়