রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই যুবক হলেন- মো. হান্নান (২৬) ও মো. লিমন (২৭)।
জানা যায়, কলাবাগান বাস স্ট্যান্ডের পাশে ছিনতাইকারী সন্দেহে জনগন দুই যুবককে গণপিটুনি দেয়। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ দুই যুবককে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিবাগত রাত সাড়ে ১১টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরুরী বিভাগে আহত দুইজনের চিকিৎসা চলছে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তাদের অবস্থা গুরুতর নয়।