পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) ওই এলাকার একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম আকাশ সরকার। তিনি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় ভাইয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে ফোন দিই।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমরা রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।