শিরোনাম
◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় একটি গাড়িযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে তাকে ব্যাপক মারধর করে।

এক পর্যায়ে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে  পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আরও একজন ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে অপহরণ করে নিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বেসরকারি এলিট ফোর্সে কর্মরত মাহবুব গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের কারণে তিনি অচেতন অবস্থায় আছেন এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মাহবুব শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলার সময় তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়