স্পোর্টস ডেস্ক : আর ছাড় নয়, এবার পূর্ণ শক্তি নিয়ে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোয় বিব্রতকর হারের ম্যাচে নিয়মিতদের অনেককে বিশ্রামে রেখেছিলেন আলভারো আরবেলোয়া। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে খেলতে প্রস্তুত সবাইকে দলে ফিরিয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ।
গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপরই চাকরি হারান কোচ শাবি আলোন্সো। পরে দায়িত্ব পান আরবেলোয়া; কিন্তু তার শুরুটা হয় আরও বাজে। গত বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষেও একই স্কোরলাইনে ধরাশায়ী হয় ইউরোপের সফলতম দলটি। ---- বিডিনিউজ
আলবাসেতের বিপক্ষে নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি, কিলিয়ান এমবাপে, রদ্রিগোদের বিশ্রাম দেওয়া হয়।
ফরাসি ফরোয়ার্ড এমবাপে অবশ্য হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন। তবু্ও বার্সেলোনার বিপক্ষে ওই ফাইনালে তাকে শেষ দিকে বদলি নামানো হয়েছিল।
লা লিগায় আজ শনিবার (১৭ জানুয়ারী) লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় শনিবার সন্ধায় সাতটায় শুরু হবে ম্যাচটি।
আগের দিন সংবাদ সম্মেলনে আরবেলোয়া জানালেন, এমবাপে এখন আগের চেয়ে ভালো আছেন এবং স্কোয়াডে থাকবেন। পরে স্কোয়াডে তার কথার প্রতিফলন দেখা যায়।
এদের মিলিতাও, ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, ফেরলঁদ মঁদিরা অবশ্য চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। আর রদ্রিগোর ফিটনেসের ঘাটতির কথা জানিয়েছেন কোচ। তিনিও আসছে ম্যাচের স্কোয়াডে নেই।