শিরোনাম
◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতের মাঠে গড়াবে আসর। তবে সীমান্ত বিষয়ক সমস্যা এবং নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে খেলবে না।

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এসেছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর। রেকর্ড ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের কাছে বিক্রি হওয়া তারকা পেসার মোস্তাফিজকে নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতের ভেন্যুতে খেলতে রাজি নয়।

আইসিসির প্রতিনিধি ইতোমধ্যে বাংলাদেশে এসে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে বাংলাদেশ দল পরিস্থিতি স্পষ্ট করে জানিয়েছে।

এ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ যে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলবে না, তা বৈধ মনে করছে ইসলামাবাদ। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সমস্যা সমাধান না হলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখানে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। পাকিস্তান পক্ষ জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৈধ, এ বিষয়ে কাউকে জোর দেওয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়