শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা

লাল রঙের সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এর আগে পদত্যাগের পর দুই ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীও লাল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি পাসপোর্ট অধিদপ্তর। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে বা ফেরত দিয়ে সাধারণ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সাধারণত পৃথক দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রয়োজন হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, চলতি মাসে বিধান রঞ্জন রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেছেন। লাল পাসপোর্ট ফেরত দেওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত উল্লেখ করেছেন তিনি। বিষয়টি নিয়ে নিজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলছে কানাঘুষা। সাবেক সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে, যা দৃশ্যমান। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিকে। অনেক উপদেষ্টা হয়তো ঝামেলা এড়াতে আগেই পাসপোর্ট জমা দিচ্ছেন। এরকম আরও অনেকেই জমা দিতে পারেন দ্রুতই।

তবে পাসপোর্ট অধিদপ্তর উপদেষ্টা বা বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগের পর সাধারণ পাসপোর্টের আবেদন করলেও সহসাই তাদের সাধারণ পাসপোর্ট দিতে পারেন না। কারণ হিসেবে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বিধান অনুযায়ী দুটি তদন্ত সংস্থার রিপোর্ট ছাড়া নতুন পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই বছরের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক নির্দেশায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদ সদস্যসহ যেসব ব্যক্তি ও তাঁদের স্বামী-স্ত্রীরা কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছিলেন, তাদের কর্মকালের অবসান হওয়ায় সবার লাল পাসপোর্ট প্রত্যাহার করে নিতে হবে।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘লাল পাসপোর্ট নেওয়া ব্যক্তিদের মধ্যে কেউ সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করলে তাঁকে দুটি সংস্থার প্রতিবেদনের মুখোমুখি হতে হবে। এ দুটি সংস্থার তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তাঁর অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।’ 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়