শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০২:৪৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থিতা পুনঃপ্রাপ্তি শেষে বৈধ প্রার্থীর তালিকায় ২২৫৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানিতে তাদের বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন। রোববার (১৮ জানুয়ারি) ৯ দিনের শুনানি শেষ করে নির্বাচন কমিশন। এরপর এ ঘোষণা আসে।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আপনারা হয়তো অনেকেই আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রোববার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়