চাকা ফেটে ঢাকা এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাকালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল রানা বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিক থেকে কাওরান বাজারের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে মহাকালী লাভ রোডের এক্সিট র্যাম্প পার হওয়ার পর সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে প্রাইভেটকারটি উল্টে যায়।
তিনি আরও জানান, গাড়িতে দুইজন ছিলেন। তাদের কেউই গুরুতর আহত হননি।
এদিকে দুর্ঘটনার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকা থেকে বনানী পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ রেকার দিয়ে গাড়িটি সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন এসি মো. রাসেল রানা।