শিরোনাম
◈ ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে ◈ পিতৃত্বকালীন ছুটি নিয়ে যেসব সুপারিশ করেছে মন্ত্রণালয় ◈ নির্বাচনী জোট নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ◈ বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ ◈ তারেক রহমান: স্বৈরাচার বিদায় হলেও ‘অদৃশ্য শক্তি’ মাথাচাড়া দিচ্ছে, সতর্ক থাকার আহ্বান ◈ সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও সভা করেছে ঐকমত্য কমিশন ◈ বিদেশি গুপ্তচর নিয়োগে এমআই৬-এর নতুন অস্ত্র ‘সাইলেন্ট কুরিয়ার’ পোর্টাল ◈ ইউরোপজুড়ে বিমান পরিষেবায় সাইবার হামলা, বাতিল হচ্ছে ফ্লাইট ◈ ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না : সালাহউদ্দিন ◈ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে গড়ে উঠেছি’: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

দগ্ধদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী থানার দলপুর বউবাজার এলাকায় বসবাস করেন।

হাসপাতালে নিয়ে আসা ইবার ছোট বোন ফারজানা আক্তার বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাসার ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। সে সময় এসি বিস্ফোরণের সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন।

চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে মোহাম্মদ তুহিন হোসেন শরীরের ৪৭ শতাংশ, ইবা আক্তারের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন জনকে ভর্তি নেওয়া হয়েছে। এছাড়াও একজনকে অবজারভেসনে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়