শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই অজ্ঞান পার্টির কবলে, সব হারালেন প্রবাসী

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির কবলে পরে এক প্রবাসীর সর্বস্ব খোয়া গেছে। তার নাম আক্কাস আলী (৩৮)। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে রাজধানীর কাকরাইল মোড় পুলিশবক্সের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ওই প্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিমুজ্জামান জানান, তাদের বাড়ি যশোর জেলার বাঘেরপাড়া থানার জামালপুর গ্রামে। আক্কাস আলী মালয়েশিয়া প্রবাসী। দ্বীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় থাকেন। সকাল ১১টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে করে গুলিস্তানে আসছিলেন।

তিনি আরও বলেন, বিকেলে এলাকা থেকে ফোনে জানায় আক্কাস আলী কাকরাইল মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে আছে। পরে সেখানে গিয়ে আক্কাস আলীকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার সাথে কোন লাগেজ পাওয়া যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকালে কাকরাইল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলী পরিস্কার করা হয়েছে। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। স্বজনরা জানিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সর্বস্ব নিয়ে গেছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়