সানজিদা রুমা, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একনলা বন্দুক, গুলি ও অবিস্ফোরিত ককটেল।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) সুজন চন্দ্র সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে যে, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় একদল সন্ত্রাসী গুলাগুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে উদ্ধার করা হয়:
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, “অভিযান চলাকালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, “গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”