শিরোনাম
◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দুর্দান্ত পারফরমেন্স বাংলা‌দেশ যুব দ‌লের, এই দল‌টি ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল। পরের দিনই দাপুটে জয় তুলে নিলো আজিজুল হাকিম তামিমরা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে একশোর আগে অলআউট করে দিয়ে ১৫ ওভারেই জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা।

আগে ব্যাট করে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এটি টাইগারদের তৃতীয় জয়। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক তামিম। টাইগার অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি ইকবাল হোসেন ইমনরা। একাদশে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন ইমন। ৬.৩ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। সাথে দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত মজুমদার ও স্বাধীন ইসলাম। তাতেই একশোর আগে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাথানিয়েল হ্লাবাংগানা। ৩৫ বলে ২০ রানের ইনিংস খেলেছেন ব্রান্ডন নিদিয়েনি।

জবাবে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার রিফাত বেগ। তিনে নামা কালাম সিদ্দীকি আক্রমণাত্মক ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৬ বলে ২০ রান করে ফিরেছেন তিনি।

চারে নামা রিজান হোসেনকে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন অধিনায়ক তামিম। এদিন ওপেনিংয়ে নেমে তিনি খেলেছেন ৪৯ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস। রিজান অপরাজিত ছিলেন ২৬ বলে ২১ রান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়