মনিরুল ইসলাম: “সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলতে চেয়েছি”—এই আদর্শ থেকেই রেবেল ব্যান্ডের জন্ম। ব্যান্ডটির দুই ভোকাল রাজিব ও খেয়া জানান, সংগীতের প্রতি গভীর ভালোবাসা এবং সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার দায়বদ্ধতা থেকেই ‘রেবেল’ ব্যান্ডের আত্মপ্রকাশ।
গত জুলাইয়ের গণঅভ্যুত্থানেও রাজপথে ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন রাজিব ও খেয়া। তাদের বিশ্বাস, একটি জাতির প্রধান চালিকাশক্তি হলো তারুণ্য। তাই রেবেল ব্যান্ড তাদের প্রতিটি গানে তারুণ্যের শক্তি, স্বচ্ছতা এবং প্রতিবাদের বার্তা তুলে ধরার চেষ্টা করে।
রেবেল ব্যান্ডের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে: একমুঠো স্বপ্ন, উড়ে যাও, ঘুরে দাঁড়ানোর গান, লাশের গল্প, আমিই বাংলাদেশ, তুমি স্বপ্নেই অপরূপ বাংলাদেশ এবং রক্তাক্ত জুলাই—যে গানগুলো হতাশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেয়।
দেশ ও সমাজের বাস্তবতা উঠে আসে রেবেল ব্যান্ডের গানে। তারা বিশ্বাস করে, সমাজের প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা প্রতিবাদী কণ্ঠস্বরকেই সংগীতে রূপ দেয় রেবেল। এই ধারাবাহিকতায় ২০২৫ সালের ‘নজরুল রক কনসার্টে’ মানিক মিয়া এভিনিউতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গানগুলো রক ভার্সনে উপস্থাপন করেছে রেবেল ব্যান্ড। এ আয়োজনে আরও ৯টি জনপ্রিয় ব্যান্ড অংশ নেয়।
রাজিব ও খেয়া রেবেল ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। দুজনেরই এককভাবে উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। ওপার বাংলার কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে রাজিবের লেখা ও সুরে “তোমার সাথে যায় না” গানটি প্রশংসিত হয়েছে। দেশের খ্যাতনামা গীতিকারদের লেখা দেয়ালের গায়ে লেগে গেলে পিঠ, তোমাকে পরার ভাষা, তোমাকে ধন্যবাদ বৃষ্টি, জীবন নামের দাবা খেলা ও নিজের কাছে ফেরা গানে রাজিব কণ্ঠ দিয়েছেন।
অন্যদিকে, খেয়ার কণ্ঠে বাংলাদেশের অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও অডিও গানে শোনা গেছে দুর্দান্ত পারফরম্যান্স। তার কণ্ঠে বলনা কোথায় তুমি, মানেনা মন শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। সম্প্রতি মুক্তি পাওয়া জীন-৩ সিনেমার ব্যবধান গানটিও পেয়েছে ব্যাপক সাড়া।
আজ রেবেল ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে তাদের নতুন গান বজ্র। গানটির কথা ও সুর করেছেন রাজিব, আর খেয়ার কণ্ঠে গানটি রক ধারায় ফুটে উঠেছে এক উদ্দীপনামূলক বার্তা হিসেবে।
শ্রোতাদের উদ্দেশ্যে খেয়া বলেন, “আমরা দেশ ও মানুষের জন্য গান গাই, কোনো দলের জন্য নয়। একজন শিল্পী দেশের ও জাতির হয়।”
রাজিব বলেন, “ভালো বাংলা গান শুনুন। রেবেল ব্যান্ডের গান শুনলে আপনার হাতেই বদলে যেতে পারে বাংলাদেশ—গড়ে উঠতে পারে একটি সুন্দর, সভ্য দেশ ও জাতি।”
রেবেল ব্যান্ড আশা করে, তারা দেশের সংগীত জগতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে একটি অনন্য অবস্থানে পৌঁছাতে পারবে।