শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০২:১১ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ছাত্রদলকর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী। বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

নিহতের সহপাঠীদের ভাষ্যমতে, টিএসসি সংলগ্ন মন্দিরের গেটে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাধে তার। এ সময় কেউ সাম্যকে গুরুতর যখম করে পালিয়ে যায়। তার মরদেহ ঢামেকের ইমার্জেন্সি বিভাগের করিডোরে রয়েছে।

সহপাঠীরা আরও জানান, রাত আনুমানিক ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে যাওয়ার সময় ভিকটিমের বাইক আরেকটি বাইকে লাগে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তি হয়। একপর্যায় অজ্ঞাত ব্যক্তিরা ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে। এতে গুরুতর অবস্থায় তাকে ১২টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জানান, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ অবগত আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়