শিরোনাম
◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো ◈ ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন ◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এবার গৃহকর্তা গ্রেপ্তার

১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তা মাসুদ রানার (৪৫) বিরুদ্ধে। ওই গৃহকর্মীর বাবার অভিযোগের ভিত্তিতে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের একটি বাসার ৪ তলায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেছে গৃহকর্মী বাবা। এ ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব্যক্তির বাসায় কাজ করতে যান গৃহকর্মী। গৃহকর্তা গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুটির বাবা।

শিশুটির বাবা বলেন, আমি পেশা একজন রিকশাচালক। আমার শ্বশুরবাড়ির আত্মীয় মাসুদ রানা নামের ওই ব্যক্তিকে বাসায় কাজে দেই। সে সেখান থেকে চলে আসলে গৃহকর্তা তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চায়। কিন্তু ভিকটিম গৃহকর্মী জানায় সেখানে আর কাজ করতে চায় না। বাসায় এসে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে।

এ ঘটনায় গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়