শিরোনাম
◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত ◈ এক ম্যাচ হাতে রেখেই নেদারল‌্যা‌ন্ডসের বিরু‌দ্ধে  সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল ◈ ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি ◈ প্রেমের বিয়ের সাত মাস পর স্ত্রীর পরকীয়া দেখে স্বামীর আত্মহত্যা! ◈ ফরিদপুরের বিভিন্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার-ফেস্টুন ◈ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার সেই কিশোরটি বেঁচে আছে, নিজেকে নির্দোষ দাবী করে যা বললেন তিনি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যার খবর ভাইরাল হয় গতকাল রাতে। তবে আজ বুধবার জানা যায়, অভিযুক্ত ওই কিশোর মারা যাননি।

আজ বুধবার (১৯ মার্চ) রবিউল হাসান নামের ওই কিশোরকে দেখা গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া তার পরিবারের দাবি ধর্ষণের মতো কোনো ঘটনাও ঘটেনি।

আজ রবিউল দাবি করেন , সন্দেহের বশে তাকে আটক করা হয় এবং পরে গণপিটুনির শিকার হন তিনি। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ জানান, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত রবিউল হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে শঙ্কামুক্ত নয়।

এর আগে, গতকাল রাতে ধর্ষণের অভিযোগ ওঠা রবিউলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়