শিরোনাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৪, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরের মেস থেকে ১৬ ককটেল উদ্ধার

সুজন কৈরী: [২] রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি ফ্ল্যাটের মেস থেকে বুধবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করেনি পুলিশ।

[৩] ডিএমপির মিরপুর বিভাগের এডিসি মাসুক মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিজান টাওয়ারে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটে কালো পলিথিনে ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। বস্তুটি একটি কার্টনে মোড়ানো ছিল। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) খবর দেওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ১৬টি তাজা ককটেল। কল্যাণপুর গার্লস স্কুলের ফাঁকা মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে সিটিটিসির বোমা ডিস্পোজাল ইউনিট।

[৪] এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে সবাই পালিয়ে যায়। তবে এ বিষয়ে তদন্ত চলছে। 

[৫] এ বিষয়ে ডিএমপির সিটিটিসির ডিসি মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে ১৬টি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশে একটি স্কুল মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়