শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ দিন পর বাসায় ফিরলেন সোহেল রানা

হ্যাপি আক্তার: [২] শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২০ দিন পর হাসপাতাল ছেড়ে নিজ বাসায় ফিরলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা । চ্যানেল আই

[৩] শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে, নির্মাতা মাশরুর পারভেজ।

[৪] চিকিৎসকের বরাতে সোহেল রানার ছেলে বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। এই সময়ে অন্য যে কোন রোগ হলে সমস্যা বাড়তে পারে, হাসপাতালে না রেখে বাসায় নিয়ে চিকিৎসা দেয়ার পরামর্শ দেয়ায় আব্বুকে বাসায় নিয়ে এসেছি। সোহেল রানা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি।

[৫] অসুস্থ হয়ে গত ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। করোনা পজিটিভও ছিলেন। হাসপাতালে নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয়েছিলো আইসিইউতে। গত ৬ জানুয়ারি করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই সাধারণ কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন সোহেল রানা।

[৬] ২৫ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাশি ছিলো। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। চারদিনের মাথায় সোহেল রানার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

[৭] বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

[৭] দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়