সুজন কৈরী : [২] রাজধানীর রমনা ও বাড্ডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা ও মিরপুর বিভাগ।
[৩] ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের এডিসি মোহাম্মদ ফজলে এলাহী জানান, রোববার বিকেলে কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে সেলিম ওরফে হাজী সেলিম ও ইদ্রিস মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকারে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তাতকৃতরা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
[৪] গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, রোববার রাতে মধ্য বাড্ডা প্রগতি স্বরণির গ্রীন হোমিও হলের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ইব্রাহীম ভূইয়া ও কামরুল হাসান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গাঁজা কেনা-বেচার জন্য অবস্থান করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।