পীর হাবিবুর রহমান: একটা বানর একটা বাগান নষ্ট করতে যথেষ্ট। একজন প্রতিমন্ত্রী যেভাবে একের পর এক বিকৃত অশালীন বক্তব্যে আর অস্বাভাবিক আচরণে ভাইরাল বিতর্কিত তাতে একটা সরকার বা কেবিনেটের ইমেজ প্রশ্নবিদ্ধ। তার নোংরা টেলিকথোপকোথন ফাঁসের পরও মন্ত্রী থাকে কী করে? সর্বশেষ ঢাকার একটি সামাজিক ক্লাবে তার অশোভন আচরণে বের করেই দেওয়া হয়নি নিষিদ্ধও করা হয়েছে। আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে তার কর্মকাণ্ড চরম অসন্তোষ তৈরি করছে। দেশে এসব চলছে কী করে। এদেশের রাজনৈতিক ইতিহাসে এমন প্রতিমন্ত্রী কখনো আসেনি। এমন ভাষা ও আচরণের লোক এমপি-মন্ত্রী হয় কী করে?