আল আমীন: [২] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘পথে পথে বিজয়’ শিরোনামে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ সোমবার ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
[৩] প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো ও তাদের সম্মান প্রদর্শন করা, যুদ্ধের অসাধারণ গল্পগুলো উপভোগ করা, তরুণদের যুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, সবাইকে এই বিজয় দিবসের শোক স্মৃতি উপলব্ধি করানো এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষ্যে এই আয়োজন।
[৪] ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়াসী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।