মাজহারুল ইসলাম: [২] করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের কয়েকটি ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশের সব কয়টি স্থলবন্দরে সতর্ক অবস্থা জারি করলেও হিলি স্থলবন্দরে নেওয়া হয়নি তেমন কোন পদক্ষেপ। পাসপোর্টধারী যাত্রীদের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলেও ভারতীয় ড্রাইভারদের করা হচ্ছে না এন্টিজেন টেস্ট। আরটিভি অনলাইন
[৩] সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হিলি জিরোপয়েন্টে বিজিবির সদস্যরা ভারতীয় ট্রাকচালকদের শুধু মাত্র হ্যান্ডস্কেনার দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। পাশে জীবাণুনাশক টানেল থাকলেও ব্যবহার করা হচ্ছে না। চালকদের ক্যাবিনেও করা হচ্ছে না জীবাণুনাশক স্প্রে। এতে করে ওমিক্রন ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।