রাহুল রাজ: [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে মন্তব্য করে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেই বক্তব্যের জন্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে।
[৩] অনলাইন সারাবাংলা এ ব্যাপারে প্রতিমন্ত্রীর মন্তব্য চাইলে তিনি আরও বলেন, ‘সমালোচকদের আমি বলব, আসসালামু ওয়ালাইকুম। আপনি ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আপনাদের এই গালিগালাজ আমাকে কোনোরকম ক্ষতি করতে পারবে না।’
[৪] রোববার এশিয়ান টিভির লাইভে প্রতিমন্ত্রী কথা বলেন রাষ্ট্রধর্ম নিয়ে। তার মতে, রাষ্ট্রের কোন ধর্ম হতে পারে না। রাষ্ট্র একটি জড় পদার্থ, রাষ্ট্র একটি ভূখণ্ড। দেশের কখনো ধর্ম থাকতে পারে না। দেশের মানুষদের ধর্ম থাকতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব