শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:৩১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা আবেদনকারী নারীর সঙ্গে খারাপ ব্যবহার, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন ইন্ডিয়ান কনস্যুলেট অফিসার এক নারী ভিসা আবেদনকারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও পোস্ট করার পর সেই ইন্ডিয়ান কনস্যুলেট অফিসারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সময় টিভি

ভিডিওতে দেখা যায়, ওই নারী যখন অফিসারকে প্রশ্ন করেন কেন তার ভিসা বাতিল করা হয়েছে, তখনই সেই অফিসার রেগে খারাপ ব্যবহার করা শুরু করেন।

টক শো হোস্ট এবং অভিনেতা সিমি গারেওয়াল সেই ভিডিওটির ক্লিপ পোস্ট করেছেন টুইটারে। সিমি গারেওয়াল ভিডিওটি পোস্ট করে প্রধানমন্ত্রীর দফতর এবং পররাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, এই বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত হবে না। সেই ভিডিওতে কনস্যুলেট অফিসারের আচরণ খুবই নিন্দাজনক।

আরও জানা যায়, ওই নারীর বাবা মারা যাওয়ার পরের দিন নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেটে যান জরুরিভিত্তিতে ভিসার জন্য। কিন্তু সেই নারীকে ভারতীয় কনস্যুলেট অফিসার আঙুল তুলে, চিৎকার করে এক প্রকার হেনস্থা করেন।

নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। কর্মীদের এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের এই আচরণে কাজের নির্দেশিকার সঙ্গে মেলে না বলেও জানানা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়