মাকসুদ রহমান: [২] ঘরের মাঠে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে টেবিল টপার রিয়াল। ৮৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে জয় পায় স্বাগতিকরা।
[৩] পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার হাত ছানি নিয়ে লসব্লানকোসদের বিপক্ষে মাঠে নামে সেভিয়া। খেলার ১২ মিনিটে জাভিয়ের আকুনার কর্নার কিকে দুর্দান্ত এক হেডে সফরকারীদের লিড এনে দেন রাফা মির। ৩২ মিনিটে মিলিতাও এর দূরপাল্লার শট সেভিয়া গোলরক্ষকের হাত থেকে ফিরে আসলে ফিরতি শটে স্কোর করে স্বাগতিকদের সমতায় ফেরান করিম বেঞ্জামা।
[৪] দ্বিতীয়ার্ধে আক্রমণ করলেও কোন দলই এগিয়ে যেতে পারেনি। শেষের দিকে ভিনিয়াস জুনিয়রের ডি বক্সের বাহির থেকে আক্রমন করে গোল আদায় করলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই হারে পয়েন্ট টেবিলে ৪ এ নেমে এসেছে সেভিয়া। সম্পাদনা: মাজহারুল ইসলাম