রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানাধীন সিডিএ রোড এলাকা হতে ১ টি দেশীয় তৈরী পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ ১ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
[৩] গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৬ নভেম্বর রাতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানাধীন সিডিএ রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ইলিয়াছ খান (৩৩)কে গ্রেপ্তার করে। তার পিতার নাম মোঃ আলী হোসেন খান। নগরের আকবরশাহ্ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকায় বাস করে।
[৪] প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে র্যাব এর কাছে স্বীকার করে।
[৫] গ্রেপ্তারকৃত ইলিয়াছ খানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।