মঈন উদ্দীন: [২] এইড ফাউন্ডেশন, লফস ও তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন অনুসারে লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
[৩] সোমবার রাজশাহী সিটি কর্পোরেশন এর সাথে এইড ফাউন্ডেশন, উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক সভা সকাল সাড়ে ১০ টার দিকে সিটি কর্পোরেশনের শরিৎ দত্ত গুপ্ত হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ এবিএম শরীফ উদ্দিন সভাপতিত্বে করেন। সভাটি সঞ্চালনা করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।
[৪] লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু সকলের সামনে উপস্থাপন করেন।