শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিইপিজেডের শ্রমিকদের টিকার প্রদান শুরু

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার ৮৫ হাজার শ্রমিককে করোনা টিকার আওতায় এনে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় ডিইপিজেড হাসপাতালের সামনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মো. মঈনুল আহসান। রবিবার সকালে এ উদ্বোধনী কর্মসূচি পালন করা হয়।

[৩] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা, ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবহান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট, মুহিবুল কাশেম, বেপজা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (অঃ) কর্ণেল ডা. সিদ্দিক আহমেদ প্রমূখ।

[৪] সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, মাঠ পর্যায় থেকে সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে আমরা এ ধরনের কর্মসূচি পালন করছি। অন্যত্র ভ্যাকসিন নিতে গিয়ে শ্রমিকদের যেন শ্রমঘন্টা নষ্ট না হয় তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনা। তিনি আরো বলেন, ডিইপিজেডের বাইরে যেসকল শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

[৫] উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ডিইপিজেডের ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের ৮৫ হাজার শ্রমিককে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রথম দিনে ১ হাজার জনকে টিকা দেয়া হবে। পরবর্তীতে সোমবার থেকে বৃহস্পতিবার ১৫ হাজার এবং শনিবার থেকে ১ হাজার জনকে টিকা দেয়া হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়