শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিইপিজেডের শ্রমিকদের টিকার প্রদান শুরু

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার ৮৫ হাজার শ্রমিককে করোনা টিকার আওতায় এনে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় ডিইপিজেড হাসপাতালের সামনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মো. মঈনুল আহসান। রবিবার সকালে এ উদ্বোধনী কর্মসূচি পালন করা হয়।

[৩] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা, ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবহান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট, মুহিবুল কাশেম, বেপজা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (অঃ) কর্ণেল ডা. সিদ্দিক আহমেদ প্রমূখ।

[৪] সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, মাঠ পর্যায় থেকে সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে আমরা এ ধরনের কর্মসূচি পালন করছি। অন্যত্র ভ্যাকসিন নিতে গিয়ে শ্রমিকদের যেন শ্রমঘন্টা নষ্ট না হয় তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনা। তিনি আরো বলেন, ডিইপিজেডের বাইরে যেসকল শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

[৫] উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ডিইপিজেডের ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের ৮৫ হাজার শ্রমিককে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রথম দিনে ১ হাজার জনকে টিকা দেয়া হবে। পরবর্তীতে সোমবার থেকে বৃহস্পতিবার ১৫ হাজার এবং শনিবার থেকে ১ হাজার জনকে টিকা দেয়া হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়