শিরোনাম
◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিইপিজেডের শ্রমিকদের টিকার প্রদান শুরু

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার ৮৫ হাজার শ্রমিককে করোনা টিকার আওতায় এনে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় ডিইপিজেড হাসপাতালের সামনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মো. মঈনুল আহসান। রবিবার সকালে এ উদ্বোধনী কর্মসূচি পালন করা হয়।

[৩] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা, ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবহান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট, মুহিবুল কাশেম, বেপজা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (অঃ) কর্ণেল ডা. সিদ্দিক আহমেদ প্রমূখ।

[৪] সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, মাঠ পর্যায় থেকে সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে আমরা এ ধরনের কর্মসূচি পালন করছি। অন্যত্র ভ্যাকসিন নিতে গিয়ে শ্রমিকদের যেন শ্রমঘন্টা নষ্ট না হয় তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনা। তিনি আরো বলেন, ডিইপিজেডের বাইরে যেসকল শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

[৫] উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ডিইপিজেডের ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের ৮৫ হাজার শ্রমিককে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রথম দিনে ১ হাজার জনকে টিকা দেয়া হবে। পরবর্তীতে সোমবার থেকে বৃহস্পতিবার ১৫ হাজার এবং শনিবার থেকে ১ হাজার জনকে টিকা দেয়া হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়