শিরোনাম
◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নতুন নির্দেশনা ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন ◈ অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট ◈ ডেমরায় পুলিশের রাবার বুলেট-টিয়ারশেলে ছত্রভঙ্গ অটোরিকশা চালকরা ◈ তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হলেন লাই চিং-তে ◈ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ইউপি নির্বাচনে ফুটবল প্রতীকে চুলের কাটিং

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বুলবুল আহম্মেদ'র সমর্থকরা তার নির্বাচনী প্রতীক ফুটবল মার্কায় চুলের কাটিং দিচ্ছে। এ ব্যতিক্রমী ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

[৩] স্থানীয় জানায়, এলাকায় তার জনপ্রিয়তা ও ভালোবাসায় ছোট ছোট ছেলেরা মাথায় ফুটবল প্রতীকে চুল কাটিং দেয়। এতে এলাকার বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যতিক্রমে উদ্যোগে অনেকেই সাধুবাদ জানালেও অনেকেই এর তীব্র সমালোচনা করেছেন।

[৪] এ ব্যাপারে ফুটবল প্রতীক পাওয়া ঘারুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী বুলবুল আহম্মেদ বলেন, আমি নিজেও এ ঘটনা জানতাম না। হঠাৎ করে আমার কিছু ছোট ছোট সমর্থকরা ফুটবল প্রতীকে চুল কাটিং দিয়ে আমার সঙ্গে ছবি তুলতে আসে। তখন আমি তাদের দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি। মূলত আমাকে ভালোবেসেই এই চুল কাটিং দিয়েছে।

[৫] ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা বিপ্লব বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার।

[৬] এই বিষয়ে ভাঙ্গা রিটার্নিং কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, যদি কোন লিখিত অভিযোগ আমাদের কাছে আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, এখন কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মাথার চুল প্রতীক অনুযায়ী কাটে তাহলে কিছু করার নেই। তবে জোর বা বলপূর্বক করে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

[৮] উল্লেখ্য, তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গার ১২টি ইউপিতে ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়