শিরোনাম
◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৪, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডা থেকে অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার, অপহরণকারী কারাগারে

মাসুদ আলম: [২] সোমবার ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জের একটি নদীর পাড় থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী মুক্তা আক্তার সুমাইয়াকে গ্রেপ্তার করে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

[৩] বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, উত্তর বাড্ডার বাজারগলি এলাকার শিশু মরিয়মের মায়ের সঙ্গে একটা বেসরকারি ফাউন্ডেশনে কাজ করার সুবাদে সুমাইয়ার পরিচয় হয়। সেই পরিচয়ে সুমাইয়া ভিকটিমের ভাড়া বাসায় যাতায়াত করতেন। শিশুটির বাবা শনিবার কমলাপুর রেল স্টেশনে কাজ করতে যান। তার অনুপস্থিতিতে সুমাইয়া রাত সাড়ে নয়টায় তাদের বাসায় এসে থাকবে বলে জানায়। শিশুটির মা সরল মনে তাকে থাকতে দেয়। 

[৪] পরদিন রোববার সকাল সাড়ে আটটায় স্মুাইয়া শিশু মরিয়মকে পাশের দোকানে  পাউরুটি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। সকাল সাড়ে দশটায় শিশুটির বাবার মোবাইলে কল দিয়ে কান্নার আওয়াজ শোনায় এবং মুক্তিপণ হিসেবে দশ হাজার টাকা দাবি করে মোবাইল বন্ধ  করে দেয়।

[৪] তিনি আরও বলেন, শিশুটির বাবা দেরি না করে পুলিশের সাহায্য নেন। এরপর বাড্ডা থানা পুলিশ তাৎক্ষনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান কয়েকবার নিশ্চিত করে ফরিদগঞ্জের একটি নদীর পাড় থেকে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। 

[৫] ডিএমপির বাড্ডা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা শিশুটিকে উদ্ধার করে মা-বাবা কোলে ফিরে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত, তাই যেকোনো ধরনের অপরাধচক্রকে সমূলে উৎপাটন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। সম্পাদনা: এম খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়