শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবলীগ নেতা আটক !

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি করে বিক্রির সময় হাতেনাতে ৮টি টিকিটসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামে যুবলীগ নেতাকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

[৩] গত মঙ্গলবার (১৬নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের টিকিটসহ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

[৪] আটক জাহাঙ্গীর আলম সদর উপজেলার ছিট চিলারং গ্রামের নূর ইসলামের ছেলে এবং ঠাকরগাঁও পৌরসভার ১২নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পৌরসভার ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুদৌল্লাহ ।

[৫] ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কালোবাজারির টিকিটসহ আটকের বিষয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহন করা হবে কিনা এবিষয়ে জানতে চাওয়া হলে, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন খান রুবেল বলেন ব্যক্তিগত অপকর্মের দায় দল কখনো নেবে না। আমরা বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

[৬] এবিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের থানা পরিদর্শক (ওসি) এরশাদুল হক ভূঞা মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে একতা ট্রেনের ৮টি টিকেটসহ জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়