শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় ◈ তারেক রহমানের জন্য 'ট্রাভেল পাসের' প্রসঙ্গ কেন, পাসপোর্টের কী হলো? ◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে এতিম শিশু নির্যাতনকারী শিক্ষকে অব্যাহতি

নুর উদ্দিন, ছাতক প্রতিনিধি: [২] ছাতকে এতিম দু' শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষকের নির্মম নির্যাতনের বিষয়টি নিয়ে সিলেট বিভাগ জুড়ে চলছে তোলপাড়।

[৩] ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের নির্যাতনের ভিডিওতে দেখা গেছে, স্টিলের স্কেল দিয়ে দু'শিশুকে বিরামহীনভাবে আঘাত করছেন প্রতিষ্ঠান প্রধান। ১০-১১ বছরের শিশু দুটি আঘাত সহ্য করতে না পেরে এক পর্যায়ে অসহায় হয়ে প্রধানের পায়ে ধরে কাঁদতে থাকে। তার পরও মাদ্রাসার প্রধান মাওলানা মো. আব্দুল মুকিত এতিম শিশুদের প্রতি সদয় হননি। সম্প্রতি এমন ঘটনাই ঘটিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান।

[৪] জানা গেছে, হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম মো. আব্দুল মুকিত উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদ্রাসায় নিয়োগ পান। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ওই শিক্ষকও ইতোমধ্যে অন্য একটি মাদ্রাসায় চাকরি নিয়েছেন বলে জানা গেছে। তবে এলাকার অনেকে জানিয়েছেন, তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে মাদ্রাসা পরিচালনা পরিষদ।

[৫] এতিমখানা ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গোলাম রসুল জানান, ৬ নভেম্বর কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দিয়েছেন। ছাত্র নির্যাতনের ভাইরাল ভিডিও যদিও বেশ আগের। এটি যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারের পর মাওলানা আব্দুল মুকিতকে অব্যবহিত দিয়ে তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

[৬] এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়