স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপের টিকেট পাওয়ার দৌড়ে দল দুটির খেলা অমিমাংসিত থাকলো। অপেক্ষা এবার নাটকীয় শেষ রাউন্ডের।
[৩] রোমের স্তাদিও অলিম্পিকোয় শুক্রবার (১২ নভেম্বর) রাতে বাছাইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। চোটের ছোবলে নিয়মিত অনেক খেলোয়াড়কে হারানো ইতালির জালে শুরুতেই বল পাঠান সিলভান উইডমার। প্রথমার্ধেই জিওভান্নি দি লরেন্সোর গোলে সমতায় ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত সেপ্টেম্বরে প্রথম দেখায় সুইজারল্যান্ডের মাটিতে দুই দলের ম্যাচটিও ড্র হয়েছিল, গোলশূন্য।
[৪] ‘সি’ গ্রæপে সাত ম্যাচে সমান চারটি করে জয় ও তিনটি করে ড্রয়ে দুই দলের পয়েন্ট সমান ১৫। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ইতালি। - রোমটাইমস, সম্পাদনা