শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজের তিনদিন পর বাবার মরদেহ ভেসে উঠলেও সন্ধান মেলেনি ছেলের

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর মো. নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ রয়েছেন।

[৩] মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মতিরহাট এলাকার মেঘনা নদী থেকে নুরুজ্জামানের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

[৪] এর আগে শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীতে নৌকা ডুবিতে তারা নিখোঁজ হন। নিহত নুরুজ্জামান চরফলকন ইনিয়নের জাজিরা গ্রামের নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

[৫] স্থানীয় সূত্র জানায়, সকালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নুরুজ্জামানের মরদেহ শনাক্ত করেন।

[৬] নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে তিনি নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। রাতে তারা মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কায় ৬ জনসহ নৌকাটি ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।

[৭] কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, নদীতে নিখোঁজ নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো তার ছেলে নিখোঁজ রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়