শিরোনাম
◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্সের মূল আসর ইসরাইলে, অংশ নেবে না বাংলাদেশ

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের মূল আসর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে। ফলে দেশটিতে অনুষ্ঠিত এ আসরে কোনো প্রতিযোগী পাঠাচ্ছে না বাংলাদেশ। মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না।

আয়োজনের ভেন্যু হিসেবে ইসরাইলের নাম প্রকাশের পর চলতি বছরে মিস ইউনিভার্স বাংলাদেশের নিবন্ধন কিংবা কোনো আয়োজনও করা হয়নি। আপাতত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার জন‌্য প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ইসরাইলের বন্দরনগরী এইলাটে বসছে ‘মিস ইউনিভার্স ২০২১’-এর বিশ্ব আসর। এতে ৬৬টি দেশ অংশ নেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। এছাড়া আরও ৯টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এবারের আসর উপস্থাপনা করবেন স্টিভ হার্ভে।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক। বুধবার তিনি বলেন, ৭০তম মিস ইউনিভার্স ২০২১-এর মূল আসর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে ইসরাইলি দূতাবাস নেই, স্বাভাবিকভাবে ভিসা জটিলতা রয়েছে। এজন‌্য আমরা এবার বাংলাদেশি কোনো প্রতিনিধি পাঠাচ্ছি না।

এরআগে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। এতে প্রথম, দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন যথাক্রমে—ফারজানা ইয়াসমিন অনন্যা, ফারজানা আকতার এ্যানি। কিন্তু ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। - যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়