শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৪ বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করতে চান বাঁধন

ইমরুল শাহেদ: ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যিনি শুধু বাঁধন হিসেবে সমধিক পরিচিত সম্প্রতি মুম্বাই থেকে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুরফি’ ছবিতে কাজ করে দেশে ফিরেছেন। ডেন্টাল কলেজে পড়াশোনা করা বাঁধন ২০০৬ সালে চ্যানেল আইয়ের সুন্দরী প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। এরপর তিনি ২০১০ সালে ‘নিঝুম অরণ্য’ নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। এ ছবিতে ইলিয়াস কাঞ্চন এবং চম্পাও ছিলেন।

মুম্বাই থেকে দেশে ফিরে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক ঘরোয়া আড্ডায় মিলিত হন। সেখানে অতীত স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তার এই পথচলা এতটা সুখকর ছিল না। হতাশা ও কষ্ট থেকে দুইবার তিনি আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়ের জন্যই বাঁধন ফিরে এসেছেন বারবার! বাঁধন বলেন, ‘আমি পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলাম। ২০০৫ সালের দিকে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম।’ তিনি উল্লেখ করেন যে ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা তার জীবনের সংজ্ঞা পাল্টে দিয়েছে। সেখান থেকে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন।

নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছেন। বাঁধনের ভাষায়, ‘আমার মেয়ে আমাকে হেরে যেতে দেখছে না, এটাই সবচেয়ে বড় অর্জন। আমার আশপাশের নারীরা যারা বন্দিদশা থেকে মুক্তি পেতে চায়, অনেকেই বলেন, আপু আপনি যখন কিছু অর্জন করেন, মনে হয় আমরা অর্জন করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’ একজন গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চান কান থেকে ফেরার পর মেয়ের অভিব্যক্তি কী? জবাবে বাঁধন বলেন, ‘আমার মেয়ে আমাকে বলতেছে মা তুমি সেলিব্রেটি হয়ে গেছ। সারাদিন টেলিভিশনে তোমার কথা বলতেছে। মা তুমি অনেক বড় কিছু হয়ে গেছ। তার উচ্ছ্বাস অন্যরকম।’ বাঁধন আরও বলেন, ‘১৫ বছর পর আমার মিডিয়া জীবন শুরু হয়েছে। ৩৪ বছর বয়স থেকে নতুন করে জীবন শুরু করেছি। আমি অভিনয়ে আরও মনযোগী হতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়